আজ এই আষাঢ়ের শেষ দিনে
জেগেছিল এই মনে :
বৃষ্টিভেজা কাঁঠাল পাতার ভেপু নিয়ে
জল ছিটিয়ে দৌড় লাগাব
মেঘবালিকার সনে ।
তাই তো ডাকলাম একবার :
ওগো কান্না থামিয়ে এসো,
ধরো এই হাত ;
বেলা তো ফুরিয়ে এলো
এসো মোরা হাঁটব সারারাত -
দূর প্রান্তর ছেড়ে কোনো অচিন ঠিকানায়
যেখানে সৃজন স্বপ্নেরা খেয়া বায় ।
হৃদয়ের আঁচল ভরে কুড়িয়ে নেব
তারপর তোমায় ছুটি দেব !
মেঘবালিকা,
কেন কাঁদো তুমি আমারে কাঁদাও ?
এসো আজ আষাঢ়ের শেষ বেলায়
একটা কবিতা গড়তে দাও ।


(৭০০ তম কবিতা)