অরে পিয়া তকে লিয়ে দুর পাআরে যাব
স্বপুল কত ছিল তকে বুকে জড়াই লুব ।
সেই স্বপুলে গড়হাইরে যে চইলে গেলি দূরে
তর পেমের চিটি পইরে বুকটা কাঁইন্দে মরে ।
কত জিনিস ফেইলে গেলি হামার চাইরধারে
একা একাই চইলে গেলি দুরের অই পাআরে ।
পুলের মালা গাঁইতে হামি একলা বইসে তাকি
পেম পিরিতি অইল যে আইজ দুর আকাশের পাকি ।
মইরব হামি দুইকে দুইকে মুক্তি দুব তরে
হামার মরা থাইকবে পইরে চোট্ট চালাগরে ।
আগুইন দিয়ে যাইস রে পিয়া এই অবাগার মুকে
আর জালাইতে আইসব নাই থাকবি কত সুকে ।