মেঘবালিকা কাঁদবে কখন সবাই চেয়ে রয়  
ঝিরিঝিরিঝির বর্ষাধারা তার এটাই পরিচয় ।
আমার কান্না কেউ দেখে না একলা পড়ে রই
মেঘবালিকা তোমার অশ্রুর কদর কেন সই ?
মেঘবালিকা বলে আমার কান্না তোদের প্রাণ
চাষীর মনে সুখ যে আনে আমার অভিমান ।
তার থেকেও দামী যে ওই তোর দু'চোখের জল
ওই জলেতে কাটবে সাঁতার মুক্ত ধরাতল ।
তোর কান্নায় সিক্ত হবে তোর ভাবনের মাটি
উর্বরতায় ফলবে ফসল ফলন হবে খাঁটী ।
চাই বারেবার বরষা নামুক হাজার কবির চোখে  
সেই অনিত্য আমি তো নিত্য এই পৃথিবীর বুকে !