তোমার মনের রাত্রিটুকু আমার বুকে দিলে
নিজের বুকে রাখলে তুমি সুখের বাতি জ্বেলে ।
সুখ হারানোর কান্না দোলে চলে আমার তরী
হর্ষ দোলে ছড়ায় আলো তোমার পাষানপুরী ।
আমার আকাশ মেঘলা এখন অঝোর বৃষ্টি ঝরে
তোমার আকাশ সুগভীর নীল বক্ষ মাঝে ধরে ।
তোমার আশায় কি দিবা রাত আমার নয়ন দুটি
বিনিদ্রতার মগ্ন প্রেমে ঘুম নিয়েছে ছুটি ।
দিয়ে গেলে কষ্ট ভরা সৃষ্টি ভাবনগুলো
কষ্টকথা বর্ণে নিরব হয় যে এলোমেলো ।
তোমার দেওয়া দুঃখ ব্যথা অনেকখানি দামী
একলা ঘরে নিঝুম রাতে তাই তো কাঁদি আমি ।
বাস্তবেতে নাই বা পেলাম স্বপ্নে জেগে থাকো
স্বপ্ন দিয়েই গড়ব আমি বাস্তবতার সাঁকো ।