দুর আকাশে ঘুমন্ত ঐ মেঘবালিকা
তার আঁচলের ছায়ে মেঘলা রোদ্দুর,
দূরে দূরে ঘন বন পথ আঁকাবাঁকা
সেখানে জেগেছে রোদে নাইবার সুর ।
নাইছে যে ঘাসফুল চড়ুই শালিক
সদ্য পোঁতা শষ্যচারা সারা মাঠ জুড়ে,
অমলিন কিশলয় করে চিকচিক
ঐ নির্বাক হাঁসগুলো দূর দীঘি পাড়ে ।


ভাঙতে পারে হঠাত্ বালিকার ঘুম
ঘন হয়ে যাবে তার মেঘলা আঁচল
কান্না নুপূর তার বাজবে ঝুমঝুম
থেমে থাবে নাইবার সব কোলাহল ।
তোর কান্না তোর হাসি-তুই বর্ষারানী
সাহিত্যের বুকে তুই প্রসূনের দানী ।  


           (চতুর্দশপদী)