সবে সন্ধ্যা যখন রেখে গেল একমুঠো রাত্রি
তখন পশ্চিমের কোনে ধর্ষিতা নারীর মতো
আধখানা চাঁদ বিষণ্ণ বদনে ডুব দিল
নিকষ কালো শূন্যের পাথারে !
আজ তারকারাজিও গাঁথেনি তাদের মালিকা
রিক্ত বাগিচা ডুকরে কাঁদে অন্ধকারে ;
তমালের শাখে তন্দ্রার প্রেমে আচ্ছন্ন জোনাকির দল ;
শিউলির তলে আজ বিনিদ্র নিস্তব্ধতা
ঝিঁ ঝিঁ দের বুকে হয়তো জঞ্জালের মতো জমেছে অভিমান !
কালো চাদর জড়িয়ে শান্ত পল্লির বঙ্কিম পথ ।
আজ নিমাইয়ের ঘরেও নেই তাঁতের ক্রন্দন,
প্রতিবেশী ঘর থেকেও আজ ভেসে আসেনি
শিশুটির পড়া বর্ণপরিচয় এর সুর ।
হঠাৎ এক পশলা বৃষ্টি নেমে এল
বিরহ বিধুর অশ্রুতে সিক্ত করে গেল প্রকৃতির অবয়ব ।
আজ হয়তো আধখানা চাঁদের অকাল আত্মহত্যায়
বিরাজিছে শোকসভা :
কালো আকাশের পানে চেয়ে মনে হল............