আঁচল পাতিয়া রাখি অন্ধকার রাতে
ভুলে যদি খসে পড়ে রাত্রিরও তারা ;
বিরহের সুরে গাই স্বপনের সাথে
বাস্তবে আবেগ নিয়ে ভুলেছি অন্তরা ।
জোনাকির মতো তারা নেভে আর জ্বলে
পাই না খুঁজিয়া আমি অন্তরার সুর ;
এ রিক্ত আঁচলখানি হৃদয়ের কোলে
স্বপনের সাথে হেঁটে যায় বহুদূর ।


তারার প্রদীপ শত আকাশের গায়
সেই পানে চেয়ে চোখে ঝরে যায় জল :
হয়তো আসবে ফিরে নুপূর দু'পায়
অপেক্ষায় পাতিয়া রাখি রিক্ত আঁচল ।
প্রেম নাই সুখ নাই গেছে পাখি উড়ে
তারাদের মাঝে গায় অন্তরার সুরে ।