ঝরোঝরো বৃষ্টি ঝরে সিক্ত অঙ্গখানি
নৃত্য করিয়া ফেরে পল্লীর চত্বরে ;
দুরাকাশে দিবাকর বড়ো অভিমানী
রেখেছে কিরণমালা লুকিয়ে অন্তরে ।
কালো মেঘ ঢেকে আছে শুধু চারিধার
অগোচরে চুপিসারে হল সন্ধ্যাবেলা,
সন্ধ্যা জাল ঘন হলো নামল আঁধার
চাঁদ-তারা-জোনাকিরা করে গেল হেলা !


গম্ভীর গর্জন জাগে অঝোর বাদল
নিভে গেছে চুপিসারে সন্ধ্যারও দ্বীপ ;
আঁধারটা ছেয়ে গেছে বরষা আঁচল
রাতের কপাল জুড়ে বৃষ্টিরও টিপ ।
ঝিরিঝিরি গুরুগুরু বাজিয়ে নুপূর
স্বপ্নময় করে রাখে মন অন্তঃপুর ।