মনের ময়ূর আজি নাচিছে অঙ্গনে
প্রসারিত পেখমের রঙীন বাহার ;
বর্ষিছে অঝোর ধারা মন মধুবনে
দুলিছে যে তালে তালে স্বপ্ন কন্ঠহার ।
সমীরণে ভেসে যায় অলির গুঞ্জন
কেকা ধ্বনি সাথে ঝরে কদমের ফুল ;
হেঁটে যায় কোন নারী নুপূর শিঞ্চন
প্রবাহিনী প্লাবনেতে ভাসে দুই কূল ।


থই থই করে জল ঝরনার ধারা
সে ধারায় বয়ে যায় ভাবনার তরী ;
চারিধারে মন ঘিরে বরষার সাড়া
হরষে অপেক্ষা ভরি ফিরবে সে নারী ।
ছন্দ-তালে নৃত্য করে মনের ময়ূর
বাজে প্রতিক্ষণে তার নুপূরের সুর ।