ঝড় উঠেছে মাঝি রে তুই
বৈঠা ধরে থাক
ঝঞ্ঝাবর্তে তরীটা তোর
নতুন দিশা পাক ।


ঝড়ের মুখে গেয়ে যা তুই
ভাটিয়ালী গান
তোর গানেতে ভাঙবে বিধির
মিথ্যে অভিমান ।


গঙ্গার ঢেউএ ভাসিয়ে দিস
ভাটিয়ালী সুর
সে সুর এসে পদ্মারানীর
ভরবে অন্তঃপুর ।


তোর গানেরই মধুর সুরে
মিলবে আপনজন
বাংলা মোদের খুঁজে পাবে
হারানো সেই ধন ।