কুতায় গেলি রে তুই গেলি কত দুরে ?
বইসে বইসে হামি কাদি তর লাগি,
সুকের সপ্লুগুলা আচে কাতা মুইড়ে
এ জীবলে টুকু সুক তর কাচে মাগি ।
জলাক গাচের ডালে নিবে আর জলে
সুকের মতন তারা দেয় না রে দরা,
পায়েছিলম সরগ তর অই কলে ;
জীবলটা কি শুদুই বাঙা আর গরা ?


কাদনা বইরে আসে দু'চুকের কুনে
দুক্কু বাদিরে বুকে দিলে রাইতে কত,
তকে যে পিরে পাই সপ্লু জাল বুইনে
লিয়ে যা রে সিতিগুলা দিয়ে চিলি যত ।
পিরে আয় পিয়া তুই এই বুকে মর
বাইদব তকে লিয়ে ইটা চট্ট গর ।