বহুদিন বহুরাত পর
একাকি নিরবে অন্ধকারে
'সহজ পাঠ' 'কিশলয়'এর তরী বেয়ে
প্রবীন ঘ্রাণের লহরী ভেঙে
ছুঁয়ে গেছি ছেলেবেলা ।

সেই কাক ডাকা ভোরে
অসমাপ্ত স্বপ্নের পরে
কোমল স্বরের প্রবাহে,
সেই লন্ঠন জ্বলা রাতে
স্বপ্নের রেশ টেনে
ঘুমজড়ানো কন্ঠের স্রোতে
তরীখানি ভেসে গেছে সহস্রবার..
তারপর হারিয়ে গেছে
প্রবাহিনীর দূর কোনো বাঁকে ।

আজ চুপিসারে
আবার করেছি আলাপন :
তার বুকে চড়ে দিয়েছি পাড়ি
যেতে চেয়েছি অনেকটা পথ.....
কিন্তু হায় !
প্রবাহিনী ঠিক বয়ে চলে
থেমে যায় তরী !
খেয়াঘাটে পড়ে থাকা
জীর্ণ বিবর্ণ তার অবশেষ
তবু তলিয়ে যায় না অতলান্তে ।