জোনাকিরা জ্বলে শাখে তারা দুরাকাশে
শশী একা ছড়িয়েছে জোছনা আঁচল,
উঠোনে শিশির বিন্দু ঝরে ঘাসে ঘাসে
কদমের তলে বাজে ঝিঁ ঝিঁ-র মাদল ।
রাতজাগা পাখি গায় প্রহরের ক্ষণে
নিরবে ঘুমিয়ে থাকে পলাশের বন,
কাঁদিছে কে মধ্যরাতে চাপা অভিমানে ?
কান পাতি:এ করুণ তাঁতের রোদন !


বিনিদ্র নয়ন মোর চেয়ে শুধু রয় :
প্রকৃতির বুকে কত আলো অন্ধকার ;
অনুভবে নিশিমানে জাগে এ হৃদয়
রাত্রি পৃথিবী সুখ দুখের কারাগার ।
রাতের ভুবন এই মায়ায় ভরানো
কোথাও যৌবন কোথা জরায় জড়ানো ।