মাটির কলস কোলে নিয়ে হাঁটছি দিবা রাতি,
সবাই ভাবে পাগল আমি হারা সঙ্গী সাথী !
ভাবে-আমি আনব পানি কিংবা পাথর মাটি,
মৃদঙ্গ সে পাত্র নিয়ে একলাটি পথ হাঁটি ।
সবাই দেখে মাটির কলস চায় না অন্তঃপুরে,
হিরে মানিক শষ্য দানা উদরখানা জুড়ে ।
কেউ জানে না এই কলসে এমন জাদু আছে
পাথরখানাও হিরে হয়ে অন্তঃপুরে নাচে ।
গভীর রাতে উজাড় করি মাটির কলসখানি,
শুভ্র পত্রে অমূল্য মোর শষ্য দানা পানি ।
বিলিয়ে যে দেব আমি সবই ভুবন পরে
কেউ করবে উদরস্থ কেউ পরবে মালা করে ।
কলস আমার খাদ্য সবার হিরে মানিক মালা,
জন্ম হবে বৃথা তাদের করলে অবহেলা ।