অনেকগুলি দিন পেরিয়ে রাত পেরিয়ে আমি
ক্লান্ত হয়ে চুমি আমার মলিন কাব্যভূমি ।
বিশ বসন্ত নিদ্রা গেছে নষ্ট জীবন থেকে
সুখের পাখি পথ ভুলেছে আঁধারতলির বাঁকে ।
স্বপ্ন কত বন্দী থাকে হৃদের কারাগারে
লিখন খাতা ডুঁকরে কাঁদে রাতের অন্ধকারে ।
লেখনীটা রয় না বাঁধা হাতের মুঠো মাঝে
সৃজন আমার থমকে থাকে সকাল সন্ধ্যা সাঁঝে ।
জানি না রে আর কতদিন খেলবে পরান পাখি
উড়ান দেবে ছেড়ে হঠাৎ জীবন তরু শাখী !
শুষ্ক তরু রইবে পড়ে ভরবে না ফুল ফলে
চরম শান্তি পাব খুঁজে ধূলো মাটির কোলে ।