একেলা কিশোর এক বেনুবনে বসে,
দৃষ্টিখানি বাঁধা আছে দুরের প্রান্তরে ;
অসমাপ্ত প্রেম তার বিনিদ্র অন্তরে !
অতৃপ্ত ভাবনাগুলো মন জমি চষে |
বিকেলের প্রান্তভাগ ইতিকার বেলা,
সাঁজাল স্খলিয়ে যায় বলাকার সারি ;
বলাকার ভিড়ে ভাবে প্রিয়া এল বাড়ি
একাকি আলয় কাঁদে-একি অবহেলা !


সাঁজের তারকা হাসে, থানে জ্বলে দীপ,
শোনায় না প্রিয়া আজ কল্পপ্রেম গাথা ;
একেলা কিশোর কাঁদে সন্ধ্যারাতি বেলা,
এখন গভীর রাত নিভেছে প্রদীপ |
অতীতের প্রেম স্মৃতি কিশোরের ব্যথা !
জাগনে স্বপনে প্রিয়া লুকোচুরি খেলা |


**(পেত্রার্কীয় সনেট)**
রচনা : ০২/০৭/২০১৩