কুঞ্জহীন বাগিচাতে তোমারি নিদানে
নিক্ষিপ্ত হয়েছি আজ, বাগে নাই মালি !
বক্ষ্যমান প্রেমকথা তোমার নির্বানে,
উঠোনেতে জমে আছে চৈত্রের চৈতালি |
মন্ত্র, ব্যাকরণ সব জীবন কুটিরে
নব রূপে নৃত্য করে, বিদীর্ন যে দ্বার !
নিত্য করো চলাচল দ্বগ্ধ বুক চিরে,
সকরুন সুর তোলে বেহায়া সেতার !


হয়েছি যে আজ আমি মরুর বার্খান,
নিরীহ নিবার আমি উষ্ণ বালুকায় !
তপিত বহতা বায়ু, হয়েছি ধ্রিয়ান ,
বালু দিয়ে গড়া দেহ ভেঙে পড়ে যায়
তোমার নিদানে প্রিয়া এই মরুভূমি !
সোনালী ফসল তুমি, চষি বুক জমি |


রচনা : ১৮/০৭/২০১৩