ঘর ছেড়ে বহুদূরে
ধূলো মাটি ভরা পথ বেয়ে
গ্রাম্য গন্ধ মাখা রুগ্ন শরীরে
এসেছি সেই পরিচিত শহরে
আদর্শ শিক্ষকতার ছাপ দিতে
উদার মননে
প্রাথমিক প্রশিক্ষণের চরম মূল্যায়নে ।


দোতলায় ছোট্ট ঘর :
চারটি প্রাণীর পৃথিবী ।
বহুদিন হল স্নেহের আঁচল ছেড়ে
স্মৃতিগুলো চেতনার থলেতে ভরে
আঁধারের ধূলোবালি মেখে
বড়ো কষ্টে আছি মা !
উষাবেলা কেউ ডাকে না,
স্বপ্নীল ঘুমঘোর চোখে চেয়ে দেখি
বেহায়া ঘড়ির কাটা ছুটে গেছে বহুদূর ।
যখন ইতিকার শেষে
বলাকারা ফিরে যায়
চিলেকোঠা পাশে একাকি সন্ধ্যায়
খুঁজে পাই সুতির আঁচল -
আমায় স্পর্শ করে যায়.......
প্রদোষক্ষণে
দৈত্যাকার জয়চন্ডীর বিভীষিকায়
আঁতকে উঠি !
ঘর ছেড়ে বহুদূরে
সেই পরিচিত শহরে
তখন তোমায় খুঁজি মা
খুঁজি প্রিয়জন,
মনে হয় এ যেন জীবনের চরম মূল্যায়ন !