(১)
বাগানেতে ফুল ফোটেনি তো আজ
তবু তারা ছুটে আসে !
উঠেছে বাগে অলি গুঞ্জন,
আড়ালে কার পদ শিঞ্জন ?
হাজার ফুলেরা হাসে !
তাই যে অলিরা সুমধুর গানে
ফুলদের ভালোবাসে |


(২)
মধুমাস কই আকাশে বাতাসে
আসেনি তো কোনো বাগে !
তবু কূজিছে কোকিল ডালে,
আমি যে একি দেখি বৈকালে
ছুটে গিয়ে তব আগে -
ইতিকার বেলা সোনা ঝরা রোদে
নব কিশলয় জাগে !


(৩)
জেগে আছে আজ চারিদিক ভরে
শশীহীনা এক রাত
তবু হৃদয়ে খেলে স্বপন
হৃদে একি লাগে যে কাঁপন !
লাগে যে চেনা আঘাত
আঘাতে কাঁপনে কখন অজান্তে
লেখনী ধরেছে হাত |


রচনা : ০৩/০৭/২০১৩