জন্ম বলে-মৃত্যু ওরে তুই অন্ধকারে
আমি সদা ভেসে থাকি আলোর সাগরে ।
মৃত্যু বলে-তুই মোর ভাই সহোদর
কোন মোহে আজ মোরে ভাবিস রে পর ?
আমি ছাড়া 'জন্ম' তোর উৎস কোথায় ?
তোর শেষে তোকে নিতে দাঁড়িয়ে যে ঠায় ।
বইবে বৃথা ওরে আলোকের ধারা
অচলে থাকবে পড়ে অন্ধকার ছাড়া ।