সাতরঙা রঙধনু ওই পুবাকাশে
জেগেছিল সারাবেলা বরষণ শেষে ।
কত পাখি উড়ে গেল নানা কলরবে
সাধ হয় দুটি পাখা পাব আমি কবে ।
পাখা পেলে উড়ে যাব নীলিমার পারে
শঙ্খচিল যেথা গিয়ে রৌদ্র স্নান সারে ।
অপলক চেয়ে আমি এ মাটির বুকে
রোমন্থিব শত স্মৃতি সুখে কিবা দুখে ।
তারপর দুরাকাশে কাব্য তুলি টানে
এঁকে দেব কাব্য নারী মানে অভিমানে ।
হেথায় সেথায় দুরে ভ্রাম্যমান হবো
যত্রতত্র স্মৃতিগুলো রেখে আমি যাবো ।
ক্লান্তি এলে নিদ্রা যাবো অন্তিমের বেলা
সাঙ্গ হবে দুরাকাশে ওড়াওড়ি খেলা ।