ওগো আমার কবিতা দিদি পুবের দেশের নারী
সবই ভুলে আপন হবে তোমার শ্বশুর বাড়ি ।
অনেক সুখে থাকবে তুমি এই ভুবনের পরে
তোমার ছাদে পড়ব আমি বৃষ্টি হয়ে ঝরে ।
জানবে সেটা বৃষ্টি তো নয় ভাইয়ের অশ্রু পানি
জোনাক হয়ে মান ভাঙাবো তোমার অভিমানী ।
পশ্চিম হাওয়া আসবে যখন তোমার বারান্দাতে
হাতটি তখন রাখব দিদি তোমার দুটি হাতে ।
জানবে সেটা হাওয়া তো নয় দীর্ঘ শ্বাস মোর
খুলে রেখ ও দিদিভাই বারান্দরই দ্বোর ।
দেখব তোমায় সারারাতি হয়ে দুরের তারা
সন্ধ্যা রাতে আমার ডাকে দিও তুমি সাড়া ।
চলবে নাগো সেদিনে আর গল্প কথার গাড়ি
স্বপ্ন হয়ে চিরতরে দিয়ে যাব আড়ি ।
তোমার খবর নিয়ে যাবো সন্ধ্যা রাতে এসে
নীল শাড়িতে বারান্দাতে থাকো তুমি বসে ।