(আমি) অচিনদেশের অচিনপুরে ছোট্ট গ্রামে থাকি
স্বর্গসুখে স্নেহের ছায়ে বন্দি খাঁচার পাখি ।
জীবন আমার সহজ সরল শান্ত নদের তরী
যতই বাঁধি ছিন্ন কষ্ট খেয়া বাঁধার দড়ি ।
দিনের শেষে আঁকি বসে ধূসর মেঘের ছবি
কষ্ট বুকে হয়েছি আজ শেষ বিকেলের কবি ।
অনেকটা পথ পেরিয়ে আজ ক্লান্তি এল নেমে
তাইতো আমায় পড়তে হবে মৃত্যু ছায়ার প্রেমে ।
(আজ) কঠিন ব্যাধির অধিকারে আমার জীবনখানি
অগোচরে মৃত্যুঘরে যেতেই হবে জানি ।
থাকবো না রে বিকেল রবে ধূসর নদের পারে
ধূসর মেঘের ছবিটা আর আঁকা হবে না রে ।
সৃজন আমার কাব্য হাটে রইবে এলোমেলো
লেখনীটা খুঁজবে আমায় কোথায় চলে গেলো ?
মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে কোন সে অচিনপুরে
দিগন্তের ওই মেঘ ছাড়িয়ে রইব বহুদূরে ।
বিকেল হলে ফিরবে পাখি ছুঁয়ে মেঘের ভূমি
সব পাখিই ফিরে যাবে ফিরবো না রে আমি ।
দেখবে সবে দিনের শেষে সূর্য পাটের খেলা
শেষ বিকেলের কবি আমি ধূসর মেঘমালা ।