যেদিন তুমি হারালে গো শেষ বিকেলের বেলা
অট্টহাস্য করেছিল ধূসর মেঘমালা ।
কে বোঝাবে বুঝেও ওগো অবুঝ ছিলে তুমি
হাজার ব্যথা বুকে ধরেও কাঁদেনি এই প্রেমী ।
পাথর বুকে বিদায় দিলেম সন্ধ্যা এল নেমে
ভগ্ন তরী পড়ল এবার কষ্ট নদীর প্রেমে !
বয়ে গেল খরস্রোতায় কেউ দেখেনি চেয়ে
মাঝি যে তার হারিয়েছে ধূসর পথ বেয়ে ।
কষ্ট নদী শুকোলে যে আর কাঁদে না তরী
হয়তো নারী বেঁধেছে ঘর স্বর্গ সুখে ভরি ।
ব্যর্থ গাথা লিখে যাব বৈঠাখানি ধরে
শুষ্ক নদীর ক্ষয়ে যাওয়া উলঙ্গ প্রস্তরে ।