ক-এ-কলন্ত
খ-এ-খরন্ত
গ-এ-গলন্ত প্রাণ,
চ-এ-চলন্ত
ছ-এ-ছুটন্ত
জ-এ-জ্বলন্ত অভিমান ।
ট-এ-টলন্ত
ঠ-এ-ঠুকন্ত
ড-এ-ডাকন্ত মন,
ত-এ-তুরন্ত
থ-এ-থামন্ত
দ-এ-দুরন্ত প্রতিক্ষণ ।
প-এ-প্রশান্ত
ফ-এ-ফুটন্ত
ব-এ-বসন্ত ফুল,
ঘ-এ-ঘুরন্ত
ঝ-এ ঝরন্ত
ঢ-এ-ঢলন্ত দিগকূল ।
ধ-এ-ধসন্ত
ন-এ-নামন্ত
ভ-এ-ভরন্ত ঘর,
ম এ মরন্ত ;
মৃত্যুর ছায়া
করে যাবে সবে পর ।


_________________________


বিঃদ্রঃ :
ঙ, ঞ এবং ণ - তিনটি ব্যঞ্জনবর্ণ বাদ দিয়ে ক থেকে ম পর্যন্ত বিশেষ নিয়মে সাজানো হয়েছে ।
লক্ষ্য করুন ক বর্গের ঘ ঙ
চ বর্গের ঝ ঞ
ট বর্গের ঢ ণ
ত বর্গের ধ ন
প বর্গের ভ ম বাদ পড়েছে ।
এবার নক্ষ্য করুন প্রতিটি বর্গের বাদ পড়া বর্ণগুলো শেষে বিশেষভাবে সাজানো হয়েছে ক্রমান্বয়ে ।
অন্তিমে ম এর মৃত্যু ছায়ায় সব শেষ ।