বৃদ্ধ কলম বৃদ্ধ কলম কেমন আছো তুমি ?
গভীর রাতে একলা থাকো শুনেছি আজ আমি !
শুনেছি আজ মৃত্যু ডাকে তোমার ধারকটাকে
সত্যি কি সে চলে যাবে শূন্য পথের বাঁকে ?
একলা তুমি কাঁদবে কত নিশির পরে নিশি ?
সৃজনমালা বলবে না আর তোমায় ভালোবাসি ।
স্বপ্ন গায়ে রঙ দেবে না ঝরবে না আর কালি ?
সাধের বাগান রইবে পড়ে রইবে না রে মালি ।
মৃত্যু এলে তোমারও শেষ ফেলবে তোমায় ছুঁড়ে
হয়তো পড়ে রইবে তুমি পল্লির আস্তাকুঁড়ে ।
শূন্য খাতা শূন্য পাতা কোথায় উড়ে যাবে
বৃদ্ধ কলম বৃদ্ধ কলম আবার দেখা হবে ।