বৃদ্ধ কলম বৃদ্ধ কলম কেমন আছো তুমি ?
তোমায় ছাড়া একলা কাঁদে কাব্যচরণ ভূমি ।
যখন তুমি যুবক ছিলে আকাশ ছিল বুকে
অন্ন মুঠো তুলে দিতে কাব্যদেবীর মুখে ।
আজকে তুমি ফোটাও না ফুল শুষ্ক তরুশাখে
হৃদয় তোমার অন্ধকারে মৃত্যু ছবি আঁকে ।
তোমার কি দোষ ভাগ্য সবই বৃদ্ধ কলম বলো
ধারক লাগি তোমারে আজ বৃদ্ধ হতে হলো ।
ধারক যাবে বাহক যাবে সবই অন্ধকারে
সৃজনমালা রইবে পড়ে নিত্য খেলাঘরে ।
আবার যদি আসি ফিরে অনিত্য এই ভবে
বৃদ্ধ কলম বৃদ্ধ কলম আবার দেখা হবে ।