বৃদ্ধ কলম বৃদ্ধ কলম কেমন আছো তুমি ?
হারিয়েছি স্বপ্ন শত ছিল অনেক দামী ।
তোমার হাতে হাতটি রেখে গভীর রাতের পরে
গেঁথেছি যে রত্ন মালা মুক্ত খেলাঘরে ।
আজকে যে আর হয় না গাঁথা ছিন্ন বাঁধন খানি
অন্তরালে যায় ঝরে যায় নিরব অশ্রু পানি ।
ফিসফিসিয়ে বলতে কথা শূন্য পাতার সাথে
তখন তুমি যুবক কলম অন্ধ প্রহর রাতে ।
বৃদ্ধ এখন তুমি আমি নিঠুর ভাগ্য নিয়ে
ভাগ্য গুনেই গেলাম মোরা সৃজনডালা দিয়ে ।
তোমার দেওয়া অমূল্য ধন থাকবে পড়ে সবে
বৃদ্ধ কলম বৃদ্ধ কলম আবার দেখা হবে ।