বৃদ্ধ কলম বৃদ্ধ কলম কেমন আছো তুমি ?
আমার লাগি তুমিও আজ মৃত্যুপথগামী ।
জোছন ডাকে জোনাই ডাকে ডাকে পথের ধূলি
দু'হাত তুলে ডাকে ওরে গ্রামের অলিগলি -
বলে আমায় আঁকবি না রে রঙীন কালি ঢেলে
কোন দেশেতে কোথায় যাবি তুই আমাদের ফেলে ?
বৃদ্ধ কলম তুমিই বলো কি বা জবাব দেব
কাব্যকথায় জবাব দেবার ভাবনা কোথায় পাব ?
ভালো থেকো পথের ধূলি পথের আঁকেবাঁকে
ভালো থেকো জোছন-জোনাই এই প্রকৃতির শাখে ।
অনিত্যতায় বইবে সবে কাব্যে অনুভবে
বৃদ্ধ কলম বৃদ্ধ কলম আবার দেখা হবে ।