বৃদ্ধ কলম বৃদ্ধ কলম কেমন আছো তুমি ?
ইচ্ছে করে রাত্রে তোমায় আর একটি বার চুমি ।
আবার তোমায় যুবক করে ভরব কাব্য ধরা
ইচ্ছে মতো ছুটবে আমার স্বপ্ন সৃজন ঘোড়া ।
ব্যথার নুপূর বাজে আমার ক্লান্ত হৃদয় পায়ে
নগ্ন আশা তন্দ্রিছে আজ নিরাশ বৃক্ষছায়ে !
ইচ্ছেগুলো ইচ্ছে থাকে অপূর্ণতার সুরে
দু'চোখ আজি ক্লান্ত বড়ো অশ্রু কাঁথা মুড়ে ।
বৃদ্ধ কলম কোথায় তুমি-খুঁজি আঁধার রাতে
সাধ জাগে গো এই দুটি হাত রাখব তোমার হাতে ।
আমার সাধের প্রদীপখানি না যদি যায় নিভে
বৃদ্ধ কলম বৃদ্ধ কলম আবার দেখা হবে ।