অন্ধকারে জেগে আছে নীলকন্ঠ পাখি
অক্লান্ত পরশ মাখা তন্দ্রাহীন আঁখি ।
বরষারা জেগে আছে আঁখি ছায়াতলে
কষ্ট শিশু করে খেলা পক্ষপুট কোলে ।
ব্যথায় কাতর পাখি কূজিতে না পারে
বড়ো হয় কষ্ট শিশু সডানে অন্তরে ।
সংকুচিত পাখা তবু সুদূরের টানে
অবশেষে পাখা মেলি দিল মুক্তিগানে ।

যেই সে উড়িতে গেল পক্ষপুট হতে
কষ্টেরা ঝরে গেল ফাঁকা শুভ্র পাতাতে ।
তন্দ্রিল নীলকন্ঠ হালকা করে মন
কষ্ট তার খুঁজে পেল অনিত্য আপন ।
কষ্ট রঙীন হল সার্থক হল শেষে
অন্তরালে হেঁটে গেল সাহিত্যের দেশে ।