রাতভর ক্লান্তিহীন তাঁতের ক্রন্দন
চিতার আগুনে জ্বলে তাঁতীর জীবন ।
চরকার সাথে ঘোরে পৃথিবী আশার
মাকুর সাথেতে ছোটে ঘোর অন্ধকার ।
রঙীন সুতোয় গাঁথা স্বপনের মালা
অপাঙ্গেতে অশ্রু ধরে কেটে যায় বেলা ।
উপোসী উনুন কাঁদে আলো ছায়া ঘরে
অন্তরালে বন্ধ্যা হয়ে রয় আঁটকুড়ে ।


অপেক্ষাতে ভরে থাকে তাঁতীর হৃদয়-
হরষের রবি করে হবে গো উদয় ?
অন্ধকার জেগে থাকে সুখের চিতায়
পোড়া ছাই লেগে রয় আঁধারের গায় ।
জীবনটা জ্বলে পোড়ে জ্বলে না উনুন
যন্ত্রণার রান্না হয়, হরষের খুন ।