একটা সূর্য লাখ পৃথিবী
সবাই বলে আলো নেব
দিশেহারা সূর্য বলে -
কাউকে না আলো দিব ।


অবশেষে সূর্য বলে -
আমারে যে ঢেকে দেবে
সেই পৃথিবী প্রেম পরশে
আমার সোনার আলোক পাবে ।


সব পৃথিবী চেষ্টা করে
ব্যর্থ যখন অবশেষে
এক পৃথিবী সূর্যটাকে
বলল তখন আলতো হেসে -


তোমায় আমি ঢেকেছি গো
হৃদয় শাড়ির আঁচল দিয়ে
কোথায় যাবে আমায় ছেড়ে
আজকে তুমি ওগো প্রিয়ে ?


সূর্য তখন বলল কেঁদে
তুমিই মোর জীবন ভাগী
ও পৃথিবী আমার সর্ব
সোনার আলো তোমার লাগি ।