তুমি আসবে বলে
বিষণ্ণ সন্ধ্যাগুলোকে হাতের মুঠোয় রেখে
এক পৃথিবী অপেক্ষায় ভরেছিলাম বুক
তুমি আসবে বলে
সময় ঘুড়িটার সুতোয় দিয়েছিলাম ব্যর্থ টান
শুধু তুমি আসবে বলে
বঙ্কিম ধূলিপথে দৃষ্টি বেঁধে দেখেছিলাম
ঘরে ফেরা মানুষের ভিড়
শুনেছিলাম হাজার পদধ্বনি
শুধু তুমি আসবে বলে..............


হেঁটে গেল অগনিত দিবারাত
তুমি আর এলে না ঘর ভোলা মেয়ে ।
ওগো, রক্তাত হাতের মুঠোয়
আর কত বিষণ্ণ সন্ধ্যা ধরব ?
অপেক্ষার ভারে
আর কত ক্ষতবিক্ষত হবে বুকের পাঁজর ?
আর কত কাল গুনব মানুষের ভিড় ?


আর বেশি দূর নয় নিশি তটিনীর তীর
ক্লান্তির প্রেমিক হয়ে তন্দ্রিব প্রশান্তির ছায়াতলে...
সেদিন ফিরিলে আর কেউ বলবে না -
ও ঘর ভোলা মেয়ে এই তুমি ফিরে এলে ??