এসেছিলে তুমি সাথী ইতিকার বেলা
সারাটি প্রহর জুড়ে করে গেলে খেলা ।
যখন সাঁঝের ধোঁয়া এসেছিল নেমে
মগ্ন ছিল এ হৃদয় মিছে খেলা প্রেমে ।
ছিল আশা অন্ধরাতে হবে মোর শশী
বাজাইবে নিশিভর জোছনার বাঁশী ।
কামনা প্রসূনে মন মালিকা যে গেঁথে
বসেছিল ছুঁয়ে তারে স্বর্গসুখ পেতে ।


হঠাৎই হারিয়ে গেলে দূর হতে দূরে
কামনার বীথিরাজি ভেঙে গেল ঝড়ে ।
রেখে গেলে স্মৃতি করে পায়ের নুপূর
অঙ্গ জুড়ে দিয়ে গেলে পরশের সুর ।
জোনাকিরা নেভে আর জ্বলে সারারাতি
স্মৃতিগুলো বক্ষ জুড়ে নেই তুমি সাথী ।