প্রভাতের পাখি বলে-
আমি তোর কেউ নই
ঘাসফুল বলে-তুই
দু'দিনের উড়ো খই ।


রবির কিরণ বলে-
এ পৃথিবী তোর নয়
ধূলো মাটি বলে-তোর
এখানেই হবে ক্ষয় ।


উদার আকাশ বলে-
করছি পুতুল খেলা
গোধূলিটা বলে-তোর
হব রে বিদায় ভেলা ।


বলাকারা বলে যায়-
এভাবে ঘুমোবে দিন
সন্ধ্যাতারা বলে-নিশি
হবে বড়ো উদাসীন ।