যখন প্রসূন তার আঁচল উড়িয়ে
বক্ষখানি মুক্ত করে পাপড়ী ছড়িয়ে,
তখন ভ্রমর এক এই এল বলে
ঝাঁপিয়ে যে পড়ে তার মুক্ত বক্ষকোলে ।
মধুখেলা হলে শেষ যায় সে গো ফিরে
পরদিন ক্রীড়া তরে আসে বক্ষ তীরে ।
যেদিন শুকিয়ে যায় মধুর সাগর
পাপড়ী যে ঝরে যায় ভেঙে খেলাঘর,
সেদিন ভ্রমর খোঁজে নতুন পাথার
প্রসূনের বক্ষ জুড়ে রয় অন্ধকার ।