হৃদয় ঘরে বাঁধে বাসা শেষ বিকেলের পাখি
রাত দুপুরে যত্নে তারে আগলে ধরে রাখি ।
পাখি আমার বৃষ্টি ধারা দেয় নয়নের কোনে
সন্ধ্যা রাতে ঘুমের মেলা বিরহ তার গানে ।
স্বপ্নমালা গাঁথে পাখি বুকের পাঁজর জুড়ে
হঠাৎ দেখি ছিন্ন মালা হারায় বহুদূরে ।
দিনের শেষে সূর্যি ডোবে ধূসর মেঘের রাশি
বলাকারা যায় ফিরে যায় আকাশ জমিন চষি ।
তখন বলি-ওরে সাথী সুখ দিয়ে দুই হাতে
ওই তো সবাই গেল ফিরে যারে তাদের সাথে ।
কথা আমার শোনে না রে মনের অবুঝ পাখি
রাত দুপুরে নিরুপায়ে আগলে ধরে রাখি ।


***(এই কবিতাটি আমার ২০০৬ সালের লেখা তখন আমি অনেকটাই ছোট)***