একটা পথের মৃত্যু হল আমার পথের পরে
হৃদয় আমার ডুঁকরে কাদে তপ্ত বালুচরে ।
জানি না কোন অচিনপথে তার ঠিকানা আজি
অশ্রু প্রসূন ভরেছে আজ বুকের স্বপ্ন সাজি ।
শেষ বিকেলে দিগন্তে ওই বিষণ্ণ মেঘ মায়া
প্রদোষক্ষণে দেখি গো দূর নষ্ট পথের ছায়া ।
জীবন আমার থমকে থাকে সন্ধ্যা নামার মুখে
হয়তো সে আজ আসবে ফিরে এই অভাগার বুকে ।
কেউ আসে না কেউ ডাকে না সন্ধ্যাতারা হাসে
সন্ধ্যা শিশির আলতো করে আমায় ভালোবাসে ।
চার দেওয়ালে বন্দি যখন নিঝুম গভীর রাতে
স্মৃতির ছায়া যায় হেঁটে যায় হাত রেখে দুই হাতে ।
পথের আশায় পথ চেয়ে রই স্মৃতির মালিকা গলে
সুখ বিহগের কম্পিত দেহ দুই নয়নের জলে ।