বিষণ্ণ মেঘ !
ইতিকা বেলায় একটু একটু করে
কবর হল দুরন্ত নীলিমার ;
প্রদোষক্ষণ গড়িয়ে গেলে
সাঁজাল সপ্তকের মূর্ছনায় নেমে এল
মাতৃ জঠরের ন্যয় তীক্ষ্ন অমানিশি !
যেন মুক্ত হল আঁশটে অন্তর্বাসের দ্বার..
যেতে হবে পুরানো ঠিকানায় :
অন্ধকার শুধু অন্ধকার...


Date : 08/02/2008