পথের ধূলো পথের ধূলো একটা কথা বলো
আমার বুকে হঠাৎ কেন সন্ধ্যা নেমে এল ?
দিন ফুরোলো বিকেল গেল ফিরল পাখি নীড়ে
প্রদীপহীনা সন্ধ্যা এল আমার জীবন ঘিরে ।
চলল জীবন আঁধার নিয়ে ঘুমায় আলোর পাখি
জেগে থাকে অশ্রু নিয়ে আমার দুটি আঁখি ।
পথের ধূলো বলো তুমি কষ্ট কেন বুকে ?
হাসির অন্ন দাও তুলে মোর উপবাসী মুখে ।
আঁধার ঘরে আর কতকাল খেলব পুতুল খেলা
মৃত্যু ঘরেই হবে কি শেষ নিঠুর নিশি বেলা ?
পথের ধূলো তোমার বুকে থাকব আমি মিশে
রেখো আমায় যতন করে একটু ভালোবেসে ।