আমি আদিম সমুদ্রের বুকে ঢেউ গুনেছি
নৈঃশব্দের গভীরতায়
যেখানে জেগেছিল অফুরান ভালোবাসার কোলাহল,
উষ্ণ চুম্বনের জোয়ার ;
ভাটায় হেঁটেছিল অন্ধকার !
মন বলেছিল-দাও যেতে দাও তারে ।


তবুও স্রোত ভেঙে বয়েছিল বেদনার নাও
উড়েছিল পাল পশ্চিমা অন্ধ ঝঞ্ঝায়
অস্তিত্বের দুর্নিবার আকাঙ্খায় !
মন বলেছিল-উড়তে দাও তারে,
সমুদ্র গভীর থেকে গভীরতর হোক ।


আজ সমুদ্র অনেক গভীর ।
নীল আঁচলে বেঁধে মেয়েটা চলে গেছে মাপকাঠি নিয়ে...
আর কোনো মাপকাঠি নেই ।
আজ শুধু নৈঃশব্দে ঢেউ গুনে যাই
আদিম সমুদ্রের বুকে........