বুকের ভেতর জেগে থাকে একটা নদী
অনেক গভীরে
কখনো তরঙ্গময় কখনো বা নিস্তরঙ্গ ।
তার প্রশান্তির বেড়াজালে আবদ্ধ হয় পাপ !
চঞ্চলতার ঘূর্ণিপাকে মলিনতা
মুখ লুকিয়ে পড়ে রয় জলধির জঠরে ।
বহমান আদিম স্রোতধারার গভীরে
জন্ম নেয় সৃজনের কারুকাজ ।
আলো অন্ধকারে বয়ে যায় একটা নদী
সহস্র তরঙ্গ বুকে ধরে এই বুকের ভেতর...