আজ লিখছি একটা শিশির ফোঁটার গল্প
সদ্য ঘুমভাঙা শঙ্খচিলের সিক্ত ডানা
              আর বিষাক্ত সুখের ঘ্রাণে ।


মন বলেছিল-
      বৃষ্টি চাই হাজার ফোঁটা বৃষ্টি ।
তাই তো আবেগের মেঘ নিয়ে করেছিল খেলা
অসুস্থ বিবেক নিয়ে হেঁটেছিল অনেকটা পথ !
ভেবেছিল-অকৃপন আলো,
         নামবে কি আর আঁধারের ঢল !


একের পর এক বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে যখন আকিঞ্চন
তখন আবেগের মেঘ দিগন্তে রেখে
বলেছিল-বড়ো ক্লান্ত আমি
            একটি ফোঁটাই হব সার্থক ।


তারপর কোন এক হেমন্তের সকালে
পেয়েছিল এক শিশির বিন্দু
                       শঙ্খচিল-মন ।
হেঁটেছিল পথ অবার্চীন স্বপনের ধূলোবালি মেখে,
জেগেছিল তারে হারাবার ভয় ।
নিষিক্ত সুখের বিষাক্ত জ্বালা
                 তবুও চেয়েছিল সুখ !
মন বলেছিল-সুখ নিয়ে হয় না সৃজন ।
তারপর কোনোক্ষণে হল
শিশির ফোঁটার আবশ্যম্ভাবী পরিণতি ;
নিষিক্ত হল বেদনার ভ্রূণ জরায়ূর ভেতর ।
প্রেমের পদবি হল যন্ত্রণা
    আঁকা হল অবার্চীন সৃজনের নকশা ।