মন বলে যে -
       ঝিনুক থাকে তরঙ্গহীন
        গভীর পাথার গায়
       তাতেই নাকি অমূল্য সব
         মুক্তো পাওয়া যায় ।


তাই তো ছুটি ঢেউ ভেঙে সব
সকাল সন্ধ্যা রাত
নিস্তরঙ্গে রাখব ধরে
অন্ধকারের হাত ।


মন বলে যে -
       জোছনা হলে ক্লোরোফিলে
          অনেক ক্রিয়া হয়
        সৃজন পত্র সবুজ হয়ে
           অন্তঃপুরে বয় ।


তাই তো রাতে জেগে থাকি
চাঁদের অপেক্ষায়
মধুর হাসি ভরবে আলো
অন্ধকারের গায় ।


মন বলে যে -
       উলঙ্গ ললনা, কাব্য -
         পর্দা ছন্দ হীন
       সহোদরা দুটি দেহ
         অন্ধকারে লীন ।


তাই তো যেমন সাধ্য আমার
তেমন আবরণ
দিই যে তুলে নারীর দেহে
-লজ্জা নিবারণ ।