আমার
মৃত্যু হয় প্রতিরাতে
তোর হাতে
তোর আঘাতে
বিবর্ণ মলিন বারান্দাতে ;
তবু
বড়ো ভাব তোর সাথে
যন্ত্রণা, প্রতিরাতে -
আঁধার ধূলোয় দিস
বিষাক্ত খরবিষ !
গায় মেখে ধূলোবালি
খুঁজি রে মরণগলি,
সৃজন সৃষ্টি কলি
ফোটে রাতে
শুভ্র বৃক্ষ শাখে
যেন কলস বধূর কাঁখে
হেঁটে যায় আঁকেবাঁকে
এভাবেই নিশি বয়
আমার মৃত্যু হয়
বৃক্ষের শাখে শাখে
      ফুলগুলো ফুটে রয় ।