এক পৃথিবী দিবার আলো গাইবে ঘুমের কলি
ছিঁড়বে যখন সাঁজের বুকে অভিমানের ঝুলি ।
সন্ধ্যারানী আসবে হেসে সন্ধ্যাতারা নিয়ে
রাত্রিটাকে করবে আপন বরনমাল্য দিয়ে ।
আঁধারতলির পথের মুখে বাজবে মৃত্যু বাঁশি
পরক্ষণে রাত্রি এসে করবে অট্টহাসি ।
এই রজনী অন্ত পাবে আঁশটে গর্ভ পরে
দিবার আলো হাসবে আবার প্রসব চিৎকারে ।


- (26/04/2009)