পথের ধূলো পথের মাঝে একলা কেঁদে মরে
কেউ না তারে আদর করে বক্ষ মাঝে ধরে ।
পায়ের তলে জীবন দোলে পায় রে শুধু হেলা
শুষ্ক যে হয় প্রখর রোদে সিক্ত বর্ষা বেলা ।
নিরব হয়ে থাকে চেয়ে দুর নীলিমার পানে
হঠাৎ কোথায় উড়ান যে দেয় ঝঞ্ঝা সমীরনে ।
জীব-জীবনের ভিত্তি গড়ে এই দুনিয়ার বুকে
ভাই সহোদর মাটি মোদের অন্ন যে দেয় মুখে ।
তাদের কষ্ট কেউ বোঝে না-নিজের স্বার্থ বোঝে
আমিই কি অজ্ঞ জীব যে ধূলোর স্বার্থ খোঁজে ?

-(০৮/০৫/২০০৮)-