ক্রন্দিছে শিশুর মতো মরুভূমি মন
অবেলার রৌদ্রস্নানে অপূর্ণ স্বপন ।
নিশির জলধি বয় বুকের ভিতর
পাঁজর পাঁজরে কাঁদে বেদনার চর ।
মনের মরন হয় সৃজনের সুখ
বর্ণের মালিকা গাঁথি নিয়ে মৃত বুক ।
জোনাকিরা নেভে জ্বলে স্মৃতিবৃক্ষছায়
বিরহে বাজে নুপূর ভাবনের পা'য় ।
নিজস্ব নিয়ম ধরে অন্ধ নিশি বয়
বুকের নিশিও ধরে তাল ছন্দ লয় ।
এভাবেই বয়ে যায় কৃষ্ণপক্ষ রাত
বুকের পাঁজরে নিয়ে সহস্র আঘাত ।
প্রতিটি সৃজন মানে মরণের কূল
নিশিবেলা ফোটে শাখে আঁধারের ফুল ।