ক্লান্তি যখন শরীর জুড়ে
কোথাও টুকু শান্তি নাই
একটা সাদা চাদর তখন
থাকবে তোমার অপেক্ষায় ।
শ্বাসের বায়ু রুদ্ধ হবে
তন্দ্রা যাবে সবুজ প্রান
তখন তোমার সাধের গায়ে
পড়বে এসে চাদরখান ।
সেই চাদরেই শান্তি দেবে
ক্লান্তি মুছে ফেলবে সব
নিথর দেহ রইবে পড়ে
থাকবে নাকো অনুভব !
জ্বলবে চিতা, বিশ্বপিতা
যতন করে গর্ভপর -
রাখবে দেহ, দেখবে আবার
নব জন্মের আঁতুড়ঘর ।